Mock Test in Bengali

Mock test in Bengali
Mock test in Bengali

মক টেস্ট যেকোনো পরীক্ষার্থীদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা কোন না কোন কোচিং সেন্টারে পড়ে, তাদের কোচিং সেন্টার থেকে নিয়মিত মক টেস্ট নেওয়া হয়। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা কোন না কোন কোচিং সেন্টারের সাথে যুক্ত নয়, তাদের মক টেস্ট দিতে অনেক সমস্যা হয়। কারণ এখানে অনলাইনে যে সমস্ত মক টেস্ট নেওয়ার ওয়েবসাইট রয়েছে, তাতে হয় লিমিটেড সংখ্যক মক টেস্ট দেয়া যায় কিংবা মক টেস্ট দিতে গেলে একটা মোটা অংকের টাকা দিতে হয়। যেটা সকলের ক্ষেত্রে সব সময় বহন করা সম্ভব নয়। আমাদের এই ওয়েবসাইটে সে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মক টেস্টের সুবন্দব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কোচিং সেন্টারে পড়ে না তারা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখানে যত সংখ্যক ইচ্ছা মক টেস্ট দিতে পারো। তবে যারা কোচিং সেন্টারের সাথে যুক্ত তারাও এই ফ্রি মক টেস্টের আনন্দ নিতে পারো। এখানে পরীক্ষা ভিত্তিক এবং বিষয়ভিত্তিক উভয় প্রকারের মক টেস্টের ব্যবস্থা করা আছে

মক টেস্ট দেওয়ার নিয়ম – এখানে বিষয়ভিত্তিক মক টেস্টের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা ভিত্তিক মক টেস্ট রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বিষয়ভিত্তিক মক টেস্ট দিতে চাও তারা নির্দিষ্ট বিষয়ে মক টেস্ট গুলো দেবে আবার যে সমস্ত পরীক্ষার্থীরা চাকরি ভিত্তিক মক টেস্ট দিতে চাও তারা চাকরি ভিত্তিক যে সমস্ত মক টেস্টগুলি হয়েছে সেগুলি এটেন্ড করতে পারো। এখানে প্রতিটি টেস্টে কুড়িটি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্ন চারটি করে অপশন থাকবে। তার মধ্যে একটি অপশান কারেক্ট থাকবে।