
যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় প্রতিটি পরীক্ষায় ইতিহাস থেকে অনেক প্রশ্ন আসে। বিশেষ করে যারা WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে ইতিহাস খুবই জরুরী। কারন WBCS এর প্রিলিমিনারি পরীক্ষার ২৫% প্রশ্ন এই ইতিহাস থেকেই আসে। এছাড়াও অন্যান্য পরীক্ষায় ইতিহাস থেকে প্রশ্ন আসে। এই আর্টিকেলে ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে বেছে বেছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহ দেওয়া হয়েছে।
History Questions and Answers in Bengali
Ancient History
প্রশ্নঃ হরপ্পা মৃৎশিল্পে সাধারণত কোন রঙ ব্যবহার করা হত?
(A) লাল
(B) নীল
(C) হলুদ
(D) কালো
উত্তরঃ (A) লাল
প্রশ্নঃ হরপ্পা সংস্কৃতির সীল এবং পোড়ামাটির শিল্পে, নিম্নলিখিত কোন প্রাণীর চিত্র ছিল না?
(A) গরু
(B) হাতি
(C) গণ্ডার
(D) বাঘ
উত্তরঃ (A) গরু
প্রশ্নঃ হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগার পাওয়া গেছে?
(A) হরপ্পা
(B) কালিবাগান
(C) মহেঞ্জোদার
(D) রংপুর
উত্তরঃ (C) মহেঞ্জোদার
প্রশ্নঃ সিন্ধু সভ্যতার নিচের কোন শহরটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত?
(A) কালিবাগান
(B) হরপ্পা
(C) লোথাল
(D) রংপুর
উত্তরঃ (B) হরপ্পা
প্রশ্নঃ সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কী ছিল?
(ক) ব্যবসা
(খ) কৃষি
(গ) শিকার
(ঘ) শিল্পকর্ম
উত্তরঃ (খ) কৃষি
প্রশ্নঃ হরপ্পা সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?
(ক) তামা
(খ) ব্রোঞ্জ
(গ) লোহা
(ঘ) সোনা
উত্তরঃ (গ) লোহা
প্রশ্নঃ হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন দেশের সাথে ছিল?
(ক) রোম
(খ) মিশর
(গ) মেসোপটেমিয়া
(ঘ) চীন
উত্তরঃ (গ) মেসোপটেমিয়া
প্রশ্নঃ লোথাল কোন রাজ্যে অবস্থিত?
(ক) গুজরাট
(খ) পাঞ্জাব
গ) রাজস্থান
ঘ) হরিয়ানা
উত্তরঃ ক) গুজরাট
প্রশ্নঃ হরপ্পা সভ্যতায় কোন শস্যের চাষ প্রথম পাওয়া যায়?
ক) গম
খ) ধান
গ) যব
ঘ) ডাল
উত্তরঃ গ) যব
প্রশ্নঃ কোন নগরকে সিন্ধু সভ্যতার বন্দর নগর বলা হয়?
ক) মহেঞ্জোদারো
খ) লোথাল
গ) হরপ্পা
ঘ) কালিবঙ্গান
উত্তরঃ খ) লোথাল
প্রশ্নঃ ‘পশুপতি মহাদেব’ মূর্তি কোন শহরে পাওয়া গেছে?
ক) হরপ্পা
খ) মহেঞ্জোদারো
গ) লোথাল
ঘ) চাণহুদড়ো
উত্তরঃ খ) মহেঞ্জোদারো
প্রশ্নঃ কোন পর্বতমালা ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ ভাগে প্রাকৃতিক ভাবে পৃথক করে রেখেছে?
(ক) সাতপুরা
(খ) আরাবল্লী
(গ) পূর্বঘাট
(ঘ) বিন্ধ্য
উত্তরঃ (ঘ) বিন্ধ্য
প্রশ্নঃ হরপ্পা সভ্যতার স্থানসমূহ কত দিনের পুরানো?
(A) ৩ হাজার বৎসর
(B) ৪ হাজার বৎসর
(C) ৫ হাজার বৎসর
(D) ৬ হাজার বৎসর
উত্তরঃ (C) ৫ হাজার বৎসর
প্রশ্নঃ হরপ্পা সভ্যতায় অস্ত্রশস্ত্র সাধারণত কোন্ ধাতু দিয়ে তৈরী করা হতো?
(A) তামা
(B) লোহা
(C) ব্রোঞ্জ
(D) পাথর
উত্তরঃ (A) তামা
প্রশ্নঃ মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কোন্ স্থানে আবিষ্কৃত হয়েছে?
(A) লারকানা, পাঞ্জাব প্রদেশে
(B) মন্টেগোমারী, সিন্ধু প্রদেশে
(C) মন্টেগোমারী, পাঞ্জাব প্রদেশে
(D) লারকানা, সিন্ধু প্রদেশে
উত্তরঃ (D) লারকানা, সিন্ধু প্রদেশে
প্রশ্নঃ হরপ্পায় সর্ববৃহৎ আবিষ্কৃত ঘরটি ছিল একটি-
(A) সিনেমা হল
(B) খাদ্যগুদাম
(C) বিশ্ববিদ্যালয়
(D) সভাগৃহ
উত্তরঃ (B) খাদ্যগুদাম
প্রশ্নঃ কোন্ ভাষায় “মহেঞ্জোদারো” শব্দটির অর্থ হল ‘মৃতদেহের স্তূপ’?
(A) সংস্কৃত
(B) সিন্ধি
(C) তামিল
(D) পালি
উত্তরঃ (B) সিন্ধি
প্রশ্নঃ বৈদিক যুগের প্রধান ধর্মগ্রন্থ কোনটি?
(A) উপনিষদ
(B) বেদ
(C) রামায়ণ
(D) মহাভারত
উত্তরঃ (B) বেদ
প্রশ্নঃ বৈদিক যুগে সমাজ ছিল—
(A) নগরভিত্তিক
(B) গ্রামভিত্তিক
(C) শিল্পভিত্তিক
(D) বাণিজ্যভিত্তিক
উত্তরঃ (B) গ্রামভিত্তিক
প্রশ্নঃ বৈদিক যুগে ‘সভা’ ও ‘সমিতি’ ছিল—
(A) প্রশাসনিক প্রতিষ্ঠান
(B) ধর্মীয় অনুষ্ঠান
(C) সেনাবাহিনী
(D) কৃষিক্ষেত্র
উত্তরঃ (A) প্রশাসনিক প্রতিষ্ঠান
প্রশ্নঃ ঋগ্বেদে কয়টি সূত্র রয়েছে?
(A) ১০২৮
(B) ১০১৮
(C) ১১২৮
(D) ১০০৮
উত্তরঃ (A) ১০২৮
প্রশ্নঃ বৈদিক যুগে প্রধান পেশা কী ছিল?
(A) ব্যবসা
(B) কৃষি
(C) খনি
(D) মৃৎশিল্প
উত্তরঃ (B) কৃষি
প্রশ্নঃ বৈদিক যুগে ‘গাভী’ কিসের প্রতীক ছিল?
(A) সম্পদ
(B) ধর্ম
(C) কৃষি
(D) শক্তি
উত্তরঃ (A) সম্পদ